রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

রং নম্বরে প্রেম, ফাঁদে ফেলে অপহরণ

দিনাজপুর প্রতিনিধি

রং নম্বরে প্রেম, ফাঁদে ফেলে অপহরণ

দিনাজপুরে রং নম্বরে ফোন আসা থেকে এক তরুণীর সঙ্গে মিথ্যা পরিচয়ে সম্পর্ক গড়ে তোলেন মাগুরার তরুণ রাশেদুল। দিনমজুর হয়েও তিনি নিজেকে পরিচয় দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তরুণীকে প্রেম ও প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে যান সাভারে। মেয়ে নিখোঁজের পর বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে ফরিদপুর থেকে তাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। রাশেদুল মাগুরার শ্রীপুর উপজেলার চাকদহ এলাকার শাহিদুল ইসলামের ছেলে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম গতকাল জানান, মোবাইল ফোনে ভুল করে নম্বর ডায়ালের মাধ্যমে রাশেদুলের সঙ্গে এক তরুণীর পরিচয় হয়। রাশেদুল মিথ্যা পরিচয় দিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে। ওই তরুণী ৩ মে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার উদ্দেশে কাহারোলের বাড়ি থেকে বের হন। রাশেদুল তাকে নানা প্রলোভন দেখিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাসে প্রথমে সাভার পরে ঢাকা, মাগুরা, ঝিনাইদহ হয়ে ফরিদপুর সদরে নিয়ে আসেন। সেখানে ভাড়া বাসায় আটকে রাখেন মেয়েটিকে। তরুণী নিখোঁজের পর বাবা কাহারোল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

সর্বশেষ খবর