রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

ঝড় বৃষ্টি দুশ্চিন্তা বাড়াচ্ছে

জমির পাকা ধান নিয়ে শঙ্কায় চাষি

লালমনিরহাট প্রতিনিধি

ঝড় বৃষ্টি দুশ্চিন্তা বাড়াচ্ছে

লালমনিরহাটে মাঠে দিগন্তজুড়ে বোরো ধান। ইতোমধ্যে ধান পাকতে শুরু করেছে। কেউ কেউ কাটা-মাড়াইও করছেন। এরই মধ্যে দেখা দিয়েছে আবহাওয়ার বৈরী আচরণ। কখনো কালো মেঘে ঢাকছে আকাশ আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এ অবস্থায় পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে। মেঘ দেখলেই হতাশা ফুটে উঠে কৃষকের চোখ-মুখে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। প্রায় ৭ লাখ ৬২ হাজার টন ধান ও ৫ লাখ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। জানা যায়, এক সময় লালমনিরহাটে বোরো আবাদ কম হতো। তখন শ্রমিক সংকট ছিল না। বর্তমানে স্মার্ট কৃষি প্রযুক্তিতে প্রত্যেক বছর আবাদ বাড়ছে। কৃষক রহমত আলী বলেন, আকাশের গর্জন শুনলেই ভয়ে বুকটা কেঁপে ওঠে। এই বুঝি শিলাবৃষ্টি শুরু হবে। জমিতে পাকা ধান অথচ কৃষি শ্রমিক সংকটের কারণে কাটতে পারছি না। অতুল চন্দ্র সরকার নামের এক কৃষক বলেন, চলতি বোরো মৌসুমে চার বিঘা জমিতে ধান আবাদ করেছেন। এর মধ্যে ব্রি ধান-২৮ জাতে ব্লাস্ট রোগে ১৫ শতক জমির ফসল ক্ষতি হয়েছে। অবশিষ্ট হাইব্রিড জাতের ধান পেকেছে। শ্রমিকের অভাবে ধান কাটা-মাড়াই করতে সময় লাগছে। অধিক মূল্য দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আরিফুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর