রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

বগুড়ার বাজারে আগাম লিচু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বাজারে আগাম লিচু

বগুড়ার বাজারে আসতে শুরু করেছে রসালো ফল লিচু। ভালো মুনাফার আশায় ব্যবসায়ীরা যশোরের আগাম জাতের লিচু বাজারে এনেছেন। রাজশাহী বা দিনাজপুরের পরিপুষ্ট লিচু এখনো সেভাবে আসতে শুরু করেনি। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরমে লিচু ঝরে গেছে। এক প্রকার বাধ্য হয়ে পুরোপুরি পরিপক্ব হওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছে বাগান মালিকরা। আগাম আসায় দামও চড়া। বগুড়া শহরের সাতমাথা, স্টেশন রোড, কাঁঠালতলা, কলোনি, কালীতলা ও খান্দারসহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে যশোরের লিচু। প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়। লিচুর গুণগত মান ধরে রাখার জন্য আরও কয়েক দিন পর বাজারে সরবারহ করার পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের। বগুড়া শহরের স্টেশন সড়কের লিচু ব্যবসায়ী মিঠুন জানান, বাজারে যশোরের আগাম লিচু আসতে শুরু করেছে। ১০০ পিস লিচু ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর