শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

দুই শিশুসহ ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

দুই শিশুসহ ছয়জন নিহত

ছয় জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর- পঞ্চগড় : আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে অন্য গাড়ির চাপায় নিহত হয়েছে তিথি রানী (১২) নামে এক বাইসাইকেল আরোহী। ফেনী : সদর উপজেলার কসকা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে জান্নাতুল মাওয়া (৬) নামে এক শিশু। জান্নাতুল সোনাগাজী উপজেলার সালিম উল্যাহর মেয়ে। বাগেরহাট : ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে   ট্রাকে ধাক্কা লেগে প্রাণ  গেছে হেলপারের। নিহত রইচের বাড়ি (২২) রাজবাড়ী জেলায়।  সিরাজগঞ্জ : সদর উপজেলার খোকশাবাড়ী তালুকদার বাড়ি মোড়ে ট্রাকচাপায় আশা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নাটোর : জেলা সদরে ট্রাকচাপায় রিয়াদ রায়হান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা : পৌর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন মোটরসাইকেল চালক আবদুর রশিদ (৩৫)।

সর্বশেষ খবর