শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

বৃদ্ধা ও কিশোরীর লাশ উদ্ধার

নড়াইল ও মেলান্দহ প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমঙ্গলহাটা থেকে রিজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ গতকাল সকালে উদ্ধার করেছে পুলিশ। রিজিয়া চরমঙ্গলহাটা গ্রামের তবিবর রহমানের স্ত্রী। তার ছেলে রবিউল কবির জানান, বাইরে কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে দেখি জানালার গ্রিলের সঙ্গে মায়ের লাশ ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। এদিকে জামালপুরের মেলান্দহে কিশোরী নূপুর আক্তারের (১৩) ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নূপুর তারাকান্দি ভালুকা গ্রামের জাবেদ আলীর মেয়ে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মেলান্দহ থানার ওসি জানান, কিশোরীর লাশ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর