শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

বজ্রপাতে দুই প্রাণহানি

লক্ষ্মীপুর ও নড়াইল প্রতিনিধি

লক্ষ্মীপুরে বজ্রপাতে মোস্তফা মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার নলডগী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। মোস্তফা ওই এলাকার সুজা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মোস্তফা বাড়ির পাশে খেতে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে খেতেই মারা যান তিনি। এদিকে নড়াইলের লোহাগড়ায় ইছামতী বিলে গতকাল বিকালে বজ্রাঘাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মিরাজ উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, বিকালে বাড়ির পাশে বিলে কাজ করছিল মিরাজ। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মারা যান তিনি।

সর্বশেষ খবর