শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

হেলে পড়া ভবনে আতঙ্ক

বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, তদন্ত কমিটি গঠন

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌর এলাকার হেলে পড়া চার তলা ভবন ঘিরে আশপাশের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বহুতল ভবনটি কেন হেলে পড়ল জানতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। আগামী চার কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলেছেন পৌর মেয়র গোলাম কবির। মানুষের নিরাপত্তার স্বার্থে হেলে পড়া ও পাশের ছয় তলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল ঘটনাস্থলে এসে মেয়র এ তথ্য জানান। এ সময় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির প্রধান ধামরাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, হেলে পড়া ভবনটি পৌরসভার অনুমতি ছাড়াই করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। মেয়র জানান, শুধু হেলে পড়াটি নয়, পৌরসভায় অনুমোদনহীন কোনো ভবন থাকতে পারবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর