মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

আমে সয়লাব বাজার দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আমে সয়লাব বাজার দাম চড়া

মৌসুম পুরোপুরি শুরুর আগেই বগুড়ার বাজার সয়লাব যশোরের গোপালভোগ ও গোবিন্দভোগ আমে। বাজারে আগাম আম আসায় চাহিদা যেমন বেশি, তেমনি দামও চড়া। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে যশোরের গোবিন্দভোগ ও গোপালভোগ আম। অন্য ফলের পাশাপাশি বেশিরভাগ দোকানে আম সাজিয়ে রাখা হয়েছে। প্রকারভেদে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। ফল ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, আমের মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। আগেই চাষিরা বাগান থেকে আম সংগ্রহ করছেন। এর মধ্যে গোবিন্দভোগ ও গোপালভোগ আমই বেশি। আম কিনতে আসা রাশেদুল ইসলাম জানান, দুই কেজি গোপালভোগ আম কিনেছি। তবে দাম একটু বেশি। ফল ব্যবসায়ী জুলফিকার আনাম তুষার জানান, এ জেলায় প্রায় পাঁচটি আমের চালান এসেছে। কিছুদিন পর বাজারে সব ধরনের আম পাওয়া যাবে। তখন দাম কমবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর