মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

বন্যহাতির আক্রমণে মৃত্যু কৃষকের

ময়মনসিংহ প্রতিনিধি

বন্যহাতির আক্রমণে মৃত্যু কৃষকের

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যহাতির আক্রমণে আলতাফ হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। আলতাফ ওই গ্রামের জাফর আলীর ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ আলী জানান, ওই কৃষক ছেলেকে নিয়ে সারা দিন বোরো ধান কেটে আঁটি খেতেই জড়ো করে রাখেন। রাতে বাবা-ছেলে ধানের আঁটি পাহারা দিচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে হাতির দল ধান খাওয়া শুরু করে। তারা তাড়ানোর চেষ্টা করলে হাতি তাদের ওপর আক্রমণ করে। ছেলে পালিয়ে আসতে পারলেও বাবাকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা টের পেয়ে হাতির পালকে তাড়া করলে আলতাফকে ফেলে যায়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর