শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়লেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের পৃথক স্থানে একই ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সান্তাহার রেলওয়ে থানার তিলকপুর ও আত্রাই স্টেশনে পৃথক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক মামলা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন গতকাল ভোর ৫টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত আলমগীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ী এলাকার আবদুল জব্বারের ছেলে। অপরদিকে সাড়ে ৫টার দিকে তিলকপুর স্টেশন এলাকায় একই ট্রেনে কাটা পড়ে মারা যায় তোজাম্মেল হক বকুল (২৪) নামের আরেক যুবক। মৃত তোজাম্মেল হক বকুল কুড়িগ্রামের উলিপুর থানার নারিকেল পাড়ার আবদুল হকের ছেলে। ওসি মোক্তার হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর