শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বুলু মিয়া হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভেকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর গ্রামের বাচ্চু মিয়া, এমরান আলী নুহু ও আউশগাড়ার বাবু মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা এলাকার বুলু মিয়া দস্তপুর গ্রামের মৃত কুদ্দুসের মেয়েকে বিয়ের পর সেখানে ঘর জামাই হিসেবে থাকতেন। ২০০৫ সালের ৩ এপ্রিল রাতে বাড়ি থেকে তিনি বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরের দিন ওই গ্রামের একটি বায়োগ্যাস তৈরির ট্যাংকির ওপর তার গলা কাটা ও রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই নজরুল ইসলাম মামলা করেন।

 

সর্বশেষ খবর