শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুল মিয়া (৩৫) ও শিপন মিয়া (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত ফুল মিয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার জামশেদ মিয়ার ছেলে এবং শিপন সাঘাটা উপজেলার বেলতৈল এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, ফুল মিয়া সকালে বাবা ও ভাইয়ের সঙ্গে মাঠে ধান কাটতে যায়। দুপুরে হালকা বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ফুল মিয়ার মৃত্যু হয়। এতে আহত হন তার বাবা ও ভাই। অপরদিকে দুপুরে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে মারা যায় শিপন নামে আরেক শ্রমিক।

সর্বশেষ খবর