শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে মৃত্যু দুই শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসলে নেমে ডুবে মারা যায় দুই শিশু। গতকাল দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার রাশেদের ছেলে লিপন (৬) ও মাঈদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮)।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে পুকুরে গোসলে নেমে ওই দুই শিশু গাছের গুঁড়িতে উঠে খেলতে ছিল। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেন। উলিপুরের বেগমগঞ্জ ইউপির চেয়ারম্যান বাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর