শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

৪৮ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ ও কদমতলী এলাকায় অনুমোদনহীন নকল বিদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুত ও বিক্রি করায় ১১টি প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের ১০ কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

র‌্যাব-১০-এর উপ-পরিচালক (অপ্স ও মিডিয়া) এম জে সোহেল গতকাল বিকালে বলেন, সকালে কেরানীগঞ্জ ও কদমতলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে অনুমোদনহীন ১১টি প্রতিষ্ঠানকে ৪৮ লাখ জরিমানা করেন। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যাটেলকো কোম্পানিকে ১০ লাখ, সিরাজ ট্রেডিংকে ৩ লাখ,  ইউনিলাইক প্রডাক্টসকে ৫ লাখ, কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ, ইউনাইটেড ইলেকট্রিকাল এক্সেসরিজকে ৫ লাখ, আলিফ পেইন্টস ইন্ডাস্ট্রিজকে ২ লাখ, বিআইডব্লউ অ্যান্ড মায়ের দোয়া সোলার পাওয়ারকে ৩ লাখ, গৌরনদী পেইন্টসকে ২ লাখ, ম্যাক্স এনার্জি ইন্টারন্যাশনালকে ৪ লাখ, ইভানা ক্যাবলস ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ ও কোয়ালিটি ক্যাবলস ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ  টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া প্যাটেলকো কোম্পানির ১০ জন কর্মচারীকে এক মাসের করে বিনাশ্রম কারাদ  প্রদান করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর