শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

কুকুরের কামড়ে আহত ২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা সদর বাজার ও আশপাশের কয়েক গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। কুকুরটি মধ্য তাহিরপুরের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পোষা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামে ও তাহিরপুর বাজারে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে থাকে।

এ সময় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটি পিটিয়ে হত্যা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নারী ও শিশুসহ ২৬ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসা নিয়েছেন। আহতদের হাত, পা, মুখে কুকুরের কামড় ও নখের আঁচড়ের ক্ষত রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড় ও আঁচড়ে আহতদের রেবিক্স ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গুরুতর দুজনকে পাঠানো হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর