শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে গতকাল সন্ধ্যায় বিক্ষোভ করেছেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা জানান, ওই কারখানায় সহস্রাধিক শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষ গত এপ্রিল মাসের বেতন দেই দিচ্ছি বলে টালবাহানা করছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বৃহস্পতিবার (গতকাল) অর্ধেক বেতন দেওয়ার কথা ছিল। এ দিন সকাল থেকে বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন শ্রমিকরা। দুপুর পেরিয়ে গেলেও বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হন তারা। একপর্যায়ে কারখানা থেকে বেড়িয়ে সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বেতনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। কারখানা মালিক ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। গাজীপুর শিল্পপুলিশ পরিদর্শক (টঙ্গী) ওসমান আলী বলেন, বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

সর্বশেষ খবর