শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

পুকুরে ট্রাক পড়ে শিশু নিখোঁজ

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

পুকুরে ট্রাক পড়ে শিশু নিখোঁজ

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে শিশু ও কিশোর, সিলেটে প্রবাসী, পিরোজপুরে যুবলীগ নেতা, চুয়াডাঙ্গায় বাইসাইকেল আরোহী এবং হবিগঞ্জে গৃহবধূ নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

চট্টগ্রাম : নগরের পতেঙ্গা বাটারফ্লাই পার্ক এলাকার একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পড়ে গেছে। এ সময় পাঁচ পথচারীও লরির নিচে চাপা পড়ে পানিতে। স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  অপরদিকে বোয়ালখালীর আরাকান সড়কে অটোরিকশার ধাক্কায় আহত রাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাকিব পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকার নাছেরের ছেলে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি হাসপাতালে রাকিবের মৃত্যু হয়।  ১৩ মে রাকিব রায়খালী এলাকায় আরাকান সড়কে অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিল। সিলেট : বিয়ানীবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিজান আহমেদ (২৩) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মিজান পৌরসভার নিদনপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। পিরোজপুর : নাজিরপুর উপজেলার রুহিতলা বুনিয়া এলাকায় বাসচাপায় পরিতোষ রায় (৫০) নামে অটোভ্যান যাত্রী যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল দুপুরে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরিতোষ রায় একই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের বাসিন্দা। চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলায় ব্যাটারিচালিত পাখিভ্যানের ধাক্কায় জিয়ারুল (৪৭) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে জীবননগর-যশোর মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়ারুল একই উপজেলার মিনাজপুর গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের জিয়াপুর এলাকায় অটোরিকশা ও বাস সংঘর্ষে হ্যাপি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু ও দুজন আহত হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সিএনজি অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

সর্বশেষ খবর