শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

জমির মাটি কাটায় দণ্ড জরিমানা

গাজীপুর ও পাবনা প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বালু-মাটি ফেলে কৃষি জমি ভরাট করার দায়ে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ ইউএনও এস এম ইমাম রাজী টুলুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রমজান মিয়া (৩৫), নওগাঁর অর্জুনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজা (৩০) ও বরিশালের চানপাড়া এলাকার আবদুল জলিলের ছেলে রাশেদুজ্জামান (৫৫)। ইউএনও বলেন, মাটি ও বালু ফেলে কৃষি জমি ভরাট কার্যক্রম করার দায়ে ‘সিআইভিআইসি’ নামের একটি হাউজিং কোম্পানির তিনজনকে আটক করা হয়।

এদিকে পাবনার ভাঙ্গুড়ায় রাতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রির অপরাধে কামরুজ্জামান পিন্টু নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া পিন্টু উপজেলার পাটুল গ্রামের সামসুল হুদার ছেলে।

 

 

 

সর্বশেষ খবর