শিরোনাম
শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা
আখাউড়া স্থলবন্দর

যাত্রীর চাপ বাড়লেই দুর্বল হয় সার্ভার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আবার সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। ফলে তথ্য এন্ট্রি দিতে দেরি হওয়ায় বন্দরের ইমিগ্রেশনে দীর্ঘ লাইন সৃষ্টি হয়। গরমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ইমিগ্রেশন সূত্র জানায়, গত বৃহস্পতিবার আখাউড়া বন্দর দিয়ে ভারত যাওয়া-আসা করেন ৭৪৬ জন যাত্রী। সকালে সার্ভার ত্রুটি দেখা দিলে একেকটা পাসপোর্টের তথ্য এন্ট্রি দিতে কখনো ১৫-২০ মিনিট লেগে যায়। মূলত বেশি যাত্রী থাকলে এক সঙ্গে এন্ট্রি দেওয়া শুরু করলে প্রায়ই সার্ভারে ত্রুটি দেখা দেয়।

সূত্র জানায়, ইমিগ্রেশনে তিনটি কম্পিউটার ডেস্ক রয়েছে। এর মধ্যে দুটি বহির্গমন এবং একটিতে আগমনী যাত্রীর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার যাত্রীর চাপ বাড়ে। তখন এন্ট্রি দিতে গেলে নিচ্ছিল না। এতে যাত্রীদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। ইমিগ্রেশন পুলিশের ওসি খাইরুল আলম জানান, ট্যাকনিক্যাল টিম জানিয়েছে ধারণক্ষমতা কম হওয়ায় সমস্যা দেখা দিচ্ছে।

সর্বশেষ খবর