শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

পারিবারিক বিরোধে খুনোখুনি

কুষ্টিয়ায় কৃষক গাইবান্ধায় নারীকে কুপিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

পারিবারিক বিরোধে খুনোখুনি

পারিবারিক বিরোধে কুষ্টিয়ায় এক কৃষক ও গাইবান্ধায় এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে দুই পরিবারের বিরোধের জেরে ইউনুস আলী নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়ায় গতকাল এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইউনুস খোর্দ্দবন গ্রামের আকবর শেখের ছেলে। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘাত এড়াতে ওই এলাকায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইউনুসের লাশ কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান, দেড় বছর আগে ইউনুসের ছেলে হোসেনের সঙ্গে মুক্তারের মেয়ে জুঁইয়ের বিয়ে হয়। কিছুদিন পর জুঁই অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করায় হোসেনের পরিবার। পরে সালিশে দেন মোহরসহ ২ লাখ ৪০ হাজার টাকা মুক্তারের মেয়েকে দেওয়ার শর্তে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ছেলে-মেয়ের সম্পর্ক নিয়ে পারিবারিক দ্বন্দ্বে ইউনুস আলী নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে দ্রুত আইনিব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেছে ভাতিজি পাপিয়া আক্তারের (৩০)। উপজেলার বিরামেরভিটায় গতকাল এ ঘটনা ঘটে। পাপিয়া বিরামেরভিটা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

গাইবান্ধার এএসপি উদয় কুমার সাহা বলেন, এ ঘটনায় পারভিন নামে একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর