সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

ফসলি জমি হচ্ছে ডোবা

গভীর করে কাটা হয় মাটি, নষ্ট হচ্ছে জমির ঊর্বরাশক্তি ক্ষতিগ্রস্ত কৃষক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ফসলি জমি হচ্ছে ডোবা

জামালপুরের মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় দেদার বিক্রি হচ্ছে ফসলি জমির মাটি। গভীর গর্ত করে মাটি কাটায় জমি হয়ে যাচ্ছে ডোবা। এতে সংশ্লিষ্ট জমির ঊর্বরতা যেমন নষ্ট হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের কৃষকের ফসলি জমিও। অভিযোগ আছে, কখনো জমির মালিককে ম্যানেজ করে আবার কখনো ভয়ভীতি দেখিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছে একটি চক্র। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রের সদস্যরা।  সরেজমিনে দেখা যায়, মাদারগঞ্জ উজেলার জটিয়ার পাড়া সেতুর দক্ষিণ পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে ভেকু দিয়ে মাটি কাটার হিড়িক পড়েছে। স্থানীয় কৃষক মশিউর রহমান জানান, তারা জীবিকার প্রয়োজনে অন্যত্র বসবাস করেন। বাড়ি এসে দেখেন তাদের জমি থেকে কিছু লোক মাটি কেটে নিচ্ছে। বাধা দিলে তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই এলাকার কৃষক নূর ইসলাম বলেন, আমার বাগান ঘেঁষে ২০-২৫ ফুট গর্ত করে মাটি কাটায় গাছপালা ঝুঁকির মধ্যে পড়েছে। ভয়ে ওদের কিছু বলতেও পারছি না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক জানান, মাটি ব্যবসায়ীরা অনেকের জমি নামমাত্র মূল্যে কিনে মাটি বিক্রি করছে। যারা মাটি দিতে রাজি হচ্ছে না ভয় দেখিয়ে তাদের জমি থেকে জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাদারগঞ্জ থানার এসআই শামীম কবির একটি অভিযোগ পেয়েছেন নিশ্চিত করে বলেন, বর্তমানে মাটি কাটা বন্ধ আছে। ঘটনাটি স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্ত করে দ্রুত মাটিকাটা বন্ধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, ফসলি জমি থেকে ইচ্ছা করলেই কেউ মাটি কাটতে পারে না।। বিষয়টি আমার জানা ছিল না। প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর