সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

বজ্রপাতে মৃত্যু পাঁচজনের

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে গতকাল ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- ফেনী : ছাগলনাইয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রাধানগর ইউনিয়নের মাহাদী হাসান (২৫) ও দক্ষিণ লাঙ্গল মোড়ার শাহীন মাহমুদ অভি (১৫)।  কুমিল্লা : চৌদ্দগ্রামে বজ্রপাতে মারা গেছেন আনোয়ারুল হক (২৮) নামে এক শ্রমিক। গতকাল উপজেলার খিরনশাল-লনিশ্বর মাঠে এ ঘটনা ঘটে। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার আজিজুর রহমানের ছেলে। চট্টগ্রাম : বজ্রপাতে দগ্ধ হওয়ার ১২ দিন পর শামসুল আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রামে বজ্রপাতে মারা গেছেন মামুন মিয়া (২৫) নামে এক যুবক।

সর্বশেষ খবর