সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

ঘুষের টাকা নিতে গিয়ে পুলিশ সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর থানার এক কনস্টেবল সাদা পোশাকে মাদকাসক্ত এক ব্যক্তির বাড়িতে ঘুষের টাকা নিতে গেলে তাকে আটকে রেখে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। শনিবার সকালে আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলকে ছাড়িয়ে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কনস্টেবল আশিক হোসেন সোহেল রানার বাড়িতে আসেন। তিনি সোহেল রানার কাছে ঘুষের ২০ হাজার টাকা চান। একপর্যায়ে রানা কনস্টেবলের হাতে ৫ হাজার টাকা দেন। এ সময় তার স্ত্রী মুঠোফোনে ঘুষের টাকা লেনদেন ভিডিও করেন। পরে সোহেল রানা কনস্টেবল আশিককে তার বাড়ি আটকে রেখে ৯৯৯-এ ফোন করেন। আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, আমি কনস্টেবলের ওই ঘটনায় এসপি স্যারের কাছে প্রতিবেদন দিয়েছি।

সর্বশেষ খবর