শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

অজ্ঞান করে লুট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তরা এক পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভোরে দক্ষিণ তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তোভোগী সোহাগ গাজী জানান, দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরে চেতনানাশক স্প্রে করে আমার স্ত্রী ও দুই শিশু সন্তানকে অজ্ঞান করে। জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ দেড় লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল হাতিয়ে নেয় তারা। ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, তদন্ত চলছে।

 

সর্বশেষ খবর