শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

ব্যবসায়ী হত্যায় যাবজ্জীবন দুজনের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। তারা হলেন- তুহিন মিয়া (৩১) ও সুলতান মাহামুদ (৩২)। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাবিবা মন্ডল গতকাল রায় দেন। জানা যায়, ২০১৫ সালের ২৮ আগস্ট রাতে তুহিন ও সুলতান ডোমকান্দি গ্রামে হাফিজার রহমানের ছেলে ও মুদি দোকানি রফিকুলের দোকানে আসেন। তারা সিগারেট নেওয়ার পর চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। রফিকুল তা দিতে অস্বীকার করেন ও  সিগারেটের পাওনা টাকা চান। এতে ক্ষুব্দ হয়ে তুহিন ও সুলতান দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে রফিকুলের পেটে আঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান।

সর্বশেষ খবর