শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

ভাড়া নিয়ে তর্কাতর্কি খুন ছুরিকাঘাতে

নরসিংদী প্রতিনিধি

ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইকচালক খুন হয়েছেন। অভিযুক্ত অজয় দাস (২২) নামক এক যাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউনুস মিয়া (৩৭) রায়পুরা উপজেলার বটতলী এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ শহরের হাজীপুরে বসবাস করতেন। সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, হাজীপুরে ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অজয় দাস নামের এক যাত্রী ইজিবাইকচালক ইউনুসকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

সর্বশেষ খবর