বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

‘মিনিকেট’ প্রতারণা ঠেকাবে বিনা-২৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা অঞ্চলে চিকন চালের অভাব মিটাবে বিনা ধান-২৫। এটি বাজারের কথিত মিনিকেট চালের প্রতারণা ঠেকাবে বলেও আশা বিনার (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট) কর্মকর্তাদের। বিনার তথ্যমতে, এক বছরে কুমিল্লা অঞ্চলে এ ধানের আবাদ বেড়েছে ১২ গুণ। কুমিল্লা অঞ্চলে গত বছর ৯০ হেক্টর জমিতে বিনা ধান-২৫ চাষ করা হয়েছিল। এবার তা বেড়ে প্রায় এক হাজার হেক্টর হয়েছে। বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমীন বলেন, এ অঞ্চলের মানুষ শৌখিন। তারা চিকন চাল খেতে পছন্দ করেন। এই চালের ভাত দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায়। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান বলেন, জাতটি চিকন ও উচ্চ ফলনশীল।

সর্বশেষ খবর