শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ খুন

প্রতিদিন ডেস্ক

তুচ্ছ ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়ায় ও নরসিংদীতে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুতুবদিয়া (কক্সবাজার) : খাবার বিতরণ নিয়ে কুতুবদিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামে এক যুবক নিহত ও আহত হয়েছেন ছয়জন। আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুল পাড়া গ্রামে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুশ্রম রোধে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভা হয় গতকাল। সভা শেষে ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এ সময় ছুরিকাঘাতে ফরহাদ নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। ওসি গোলাম কবির বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নরসিংদী : এলাকার আধিপত্য ও বালু ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নরসিংদীর চরাঞ্চল খোদাদিলায় দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। সদর উপজেলার আলোকবালীর খোদাদিলায় যুবলীগ কর্মী জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে গতকাল এ ঘটনা ঘটে। নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। জাকির গ্রুপ এলাকায় প্রবেশ করতে চাইলে সংঘর্ষ হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর