শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় সামীম ইয়াসার আফফান (৫) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবিতে বিক্ষোভ এবং সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। শহরের বটতলা থেকে গতকাল মিছিল শুরু হয় কালেক্টরেটের সামনে শেষ হয়।

স্মারকলিপিতে অভিযুক্ত ডা. তৌফিকুল ইসলাম সুমন ও আবু তাহের মিঞার বিরুদ্ধে সাত কর্মদিবসের মধ্যে শাস্তিস্বরূপ তাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানানো হয়। অভিযোগ করা হয়, গলা ব্যথা, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত হলে ২৪ এপ্রিল আফফানকে শহরের মেডিল্যাব হেলথ সেন্টারে নিয়ে চিকিৎসক তৌফিকুল ইসলাম সুমনের স্মরণাপন্ন হন অভিভাবকরা। সুমন রোগী দেখে এক্সরে ও রক্ত পরীক্ষা করাতে বলেন। পরদিন রিপোর্ট দেখে চিকিৎসক সুমন এবং অ্যানেসথেসিয়া চিকিৎসক আবু তাহের টনসিল ও অ্যাডিনয়েড অপারেশনের পরামর্শ দেন। অপারেশনের পরই তার শ্বাসকষ্ট দেখা দেয়।

 

সর্বশেষ খবর