শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

কুপিয়ে হত্যা কৃষককে

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে মনোয়ার হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ব্রিজঘাট এলাকায় গতকাল বিকালে এ হত্যাকান্ড ঘটে। মনোয়ার ওই এলাকার আবদুস সালাম মোল্লার ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, জমি নিয়ে প্রতিবেশী আশরাফ হোসেনের সঙ্গে মনোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বিকালে মনোয়ার নিজ বাড়ির বাইরে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। তখন মনোয়ারের ভাই আবদুল মোমিন এগিয়ে এলে তার ওপরও হামলা হয়। গুরুতর আহত মনোয়ারকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে আশরাফ ও হাসনা বেগম নামে দুজনকে আটক করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর