শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

শুকনো পাতা কুড়িয়ে জীবিকা শত শত মানুষের

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

শুকনো পাতা কুড়িয়ে জীবিকা শত শত মানুষের

ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় প্রকৃতি। তবে হতদরিদ্র মানুুষের কাছে আশীর্বাদ হয়ে আসে ঋতু পরিবর্তনের সময় ঝরে পড়া গাছগাছালির পাতা। যা বর্ষাকালে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে। বিক্রি করেও আয় হয় কিছু অর্থ। স্থানীয়রা জানান, শালবনের শুকনো পাতা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছে অনেকে। প্রতি বছর ফাল্গুন থেকে বৈশাখ মাস দিনাজপুরের কয়েকটি শালবনের গাছের ঝরা পাতা কুড়িয়ে তা বাজারজাত করে শত শত মানুষ জীবিকা নির্বাহ করে। ওইসব নারী-পুরুষ এই শালপাতা কুড়িয়েই ভাগ্যের চাকা ঘুরিয়েছে। যে যত বেশি সংগ্রহ করতে পারে তার আয় তত বেশি হয়। আবার অনেকে এই পাতা সংগ্রহ করে বৃষ্টির মৌসুমে বাজারজাত করে স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করে। দিনাজপুরের বিরলের ধর্মপুর, নবাবগঞ্জ, বীরগঞ্জ, বিরামপুরসহ বিভিন্ন স্থানে রয়েছে শালবাগান। বনের আশপাশের অনেক মানুষের এই শালবাগানের কুড়ানো শালপাতাই জীবিকার মাধ্যম। বিভিন্ন শালবনে শুকনো পাতা কুড়িয়ে শত শত মানুষ ভাগ্যের চাকা ঘুরিয়েছে এই শালপাতায়। জানা যায়, বিরলে কালিয়াগঞ্জের ধর্মপুর ও রানীপুকুর ইউপির ধর্মপুর, নলপুর, এনায়েতপুর, মহেশ শীবপুর, ছোট চৌপুকুরিয়া, বামনগাঁও, বিশ্বনাথপুর, রানীপুর, কামদেবপুর, ধর্মজইনসহ আশপাশের গ্রামগুলোয় এই শালবনের বিস্তৃতি।

কয়েকজন শালপাতা সংগ্রহকারী জানান, প্রতিদিন একজন ১০ থেকে ১৫ বস্তা পাতা সংগ্রহ করতে পারেন। প্রতি বস্তা পাতা এলাকায় ৪০ টাকা দরে বিক্রি হয়।

সর্বশেষ খবর