শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

খেলতে গিয়ে পানিতে ডুবে খালা-ভাগনির মৃত্যু

চার জেলায় মারা গেছে আরও সাত শিশু

প্রতিদিন ডেস্ক

খেলতে গিয়ে পানিতে ডুবে খালা-ভাগনির মৃত্যু

শরীয়তপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে খালা-ভাগনির মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও পটুয়াখালীতে পানিতে ডুবে মারা গেছে আরও সাত শিশু। প্রতিনিধিদের পাঠানো খবর- শরীয়তপুর : গোসাইরহাটে পুকুরে ডুবে খালা-ভাগনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাইক্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সাইক্যা গ্রামের রতন সরদারের মেয়ে মারিয়া (৮) ও বালুচর গ্রামের শাহীন মালের মেয়ে লামিয়া (৭)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগনি লামিয়ার সঙ্গে খেলাধুলা করতে গিয়েছিল মারিয়া। এক পর্যায়ে তারা নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে বাড়ির লোকজন। চট্টগ্রাম : হাটহাজারী উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. নওশাদ (১১) ও তাজবিদ (২) নামে দুই শিশু ও রাঙ্গুনিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল পৃথক এই ঘটনাগুলো ঘটে। নওশাদ ছিপাতলীর আবদুল হামিদ সওদাগরের বাড়ির আইয়ুবের ছেলে, তাজবিদ মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীবাড়ির সুমনের ছেলে। রাঙ্গুনিয়া পৌরসভার ডোবায় ডুবে মারা গেছে আয়ান (৪) নামে আরেক শিশু। আয়ান ওই এলাকার আবদুস শুক্কুরের ছোট ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার রাজারামপুর কুমারপাড়া এলাকায় বিকালে খেলার সময় পুকুরের পানিতে ডুবে মারা যায় জুনায়েদ (২৭ মাস)। সে ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। অন্যদিকে নাচোল উপেজলার কাজলা লাইনপাড়া গ্রামে নানাবাড়িতে পুকুরে ডুবে মারা যায় লামিয়া (৪)। লামিয়া রাজশাহীর আরিফুল ইসলামের মেয়ে। বরিশাল : আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে আমির হামজা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামে এ ঘটনা ঘটে। আমির ওই গ্রামের প্রবাসী আরিফ মোল্লার ছেলে। কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পানিতে ডুবে মারা গেছে রাহাত খান (৮) নামে এক শিশু। দুপুরে উপজেলা পরিষদসংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর