শিরোনাম
শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

মেসে গোপন ক্যামেরা প্রতিবাদে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এলাকায় ছাত্রীদের একটি মেসে গোপন ক্যামেরায় ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে গতকাল অবস্থান নেন শিক্ষার্থীরা। ছাত্রীদের অভিযোগ, স্থানীয় সরকার বাড়ির মেস মালিকের ছেলে কৌশলে ভেন্টিলেটর দিয়ে বাথরুমে মোবাইল ক্যামেরা স্থাপন করে। তা দেখে ফেলেন মাভাবিপ্রবির চতুর্থ বর্ষের এক ছাত্রী। ক্যামেরা দেখে সে চিৎকার দেয়। বাইরে এসে অন্য মেয়েদের নিয়ে ক্যামেরা এলো কীভাবে দেখতে ছাদে যান। সেখানে দেখতে পান মেস মালিকের ছেলে তুহিনকে। দ্রুত তারা নিজ বিভাগের চেয়ারম্যানকে ঘটনা জানান। চেয়ারম্যান প্রক্টরিয়াল বডিকে জানাতে বলেন। ৮ মে প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমানে মেসে অবস্থানরত মেয়েরা আতঙ্কে রয়েছে। ঘটনা জানাজানির পর ক্যাম্পাসের সব শিক্ষার্থী উদ্বিগ্ন হয়ে পড়েছে। ১৯ মে সাধারণ শিক্ষার্থীরা উপযুক্ত শাস্তির দাবিতে অবস্থান নেন ভিসি কার্যালয়ে। তার পরও সুষ্ঠু বিচার না পেয়ে বৃহস্পতিবার মুক্তমঞ্চে অবস্থান নেন তারা।

সর্বশেষ খবর