শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

সম্পত্তির লোভে হত্যা শ্বশুরকে কিলিং মিশনে ৯ জন

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়ার হিরণ গাজী হত্যারসহ্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সম্প্রতি ওই হত্যা মামলার সাক্ষী নিহত হিরণ গাজীর জামাতা ইমরান সরদারকে গ্রেফতার করে পুলিশ। ইমরান সম্পত্তির লোভে শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যার কথা ১৬১ ধারায় জবানবন্দিতে পুলিশের কাছে স্বীকার করেছে। কিলিং মিশনে অংশ নেয় ৯ জন। অধিকতর তদন্তের জন্য গত বৃহস্পতিবার ডিবি পুলিশ ইমরানের সাত দিনের রিমান্ড আবেদন করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক আরিফুর রহমান রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় গত ১১ এপ্রিল রাতে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়নের সমর্থকরা মহিষডাঙ্গা গ্রামে ভোট চাইতে যান। তাদের বাধা দেন অপর প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থক হীরণ গাজী। ওই রাতেই হিরণকে ছুরি মেরে হত্যা করা হয়।

 

সর্বশেষ খবর