শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

হামলায় আহত ১৫ নেতা-কর্মী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মালেক ভূঁইয়ার ওপর গতকাল হামলা হয়েছে। এতে মালেকসহ ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় অবরোধ করেন নেতা-কর্মীরা। জানা যায়, গতকাল বিকালে সাবেক সংসদ সদস্য হাসান ইমান খান হোসেন হাজারী তার বাসায় সভা ডাকেন। এতে অংশ নিতে যাওয়ার পথে উপজেলা পরিষদ নির্বাচনে সদ্যনির্বাচিত চেয়ারম্যান আজাদ সিদ্দিকী ও তার ছেলের নেতৃত্বে নেতা-কর্মীর ওপর হামলা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর