সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

চার জেলায় সড়কে নিহত ৫

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়কে নিহত ৫

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাস -বাংলাদেশ প্রতিদিন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুরে মারা গেছেন আরও তিনজন। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।  কিশোরগঞ্জ : পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে  সকালে মাইক্রোবাসের চাপায় মুস্তাকিম ভূঁইয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়। এদিকে শনিবার রাতে করিমগঞ্জের নোয়াবাদে ধানবোঝাই ট্রলি উল্টে চালক নবী হোসেন (৩৬) মারা গেছেন। বগুড়া : আদমদীঘি উপজেলার সান্তাহারে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সাকিব হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সাকিব নওগাঁ সদর উপজেলার সামসুল হকের ছেলে। গাইবান্ধা : পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছে বাসের হেলপার সুমন মিয়া (৪০)। দুর্ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছেন। দিনাজপুর : পার্বতীপুরে পাথর ও মরিচ বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নূর আমিন মিয়া (৩০) নিহত হয়েছেন শনিবার রাতে পার্বতীপুর-ফুলবাড়ী  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর