সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

দালাল চক্রের খপ্পরে তিনজন নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি

দালাল চক্রের খপ্পরে তিনজন নিখোঁজ

সংবাদ সম্মেলনে দাবি স্বজনদের

দালালের খপ্পরে পড়ে তিন চাকরিপ্রার্থী সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। টাঙ্গাইল প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে তাদের ফেরত পাওয়ার দাবি জানান স্বজনরা। লিখিত বক্তব্যে বলা হয়, ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়ার মো. কনক ও তার বাবা তালেব আলী, ইস্পিঞ্জারপুরের মাখন মিয়ার ছেলে আকরাম, বন্দ টাকুরিয়ার ছোহরাব আলীর ছেলে আনোয়ার এবং জামালপুর সদরের  আলালের ছেলে জহুরুল পরস্পর যোগসাজশে চাকরি দেওয়ার জন্য তিনজনের কাছ থেকে ২৭ লাখ টাকা নেয়। চাকরির প্রার্থীরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুরের আবদুল আজিজের ছেলে আবদুস সামাদ, গোপালপুর উপজেলার মজিদপুরের নাছিম উদ্দিনের ছেলে আতিক ও জামালপুর জেলা সদরের জোয়ানেরপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে রাহাত হোসেন উজ্জ্বল। সংবাদ সম্মেলনে জানানো হয়, উল্লেখিত ব্যক্তিরা টাকা নিয়ে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সজিব, আতিক ও উজ্জ্বলের চাকরি হয়েছে জানায় এবং তাদের নিয়োগপত্র দেয়। কুমিল্লায় যোগদানের জন্য তাদের বিভিন্ন সময়ে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে পরিবারের সদস্যরা সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

সর্বশেষ খবর