সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

স্বামী-সন্তানকে মাদক সেবনে বাধা দেওয়াই কাল হলো

নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে মাদক কারবার ও সেবনে বাধা দেওয়ায় স্বামী-সন্তানের মারপিটে আহত পাপিয়া বেগম মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার রাতে নিহতের বোন বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে বিষয়টি জানাজানি হয়। পাপিয়া (৪৫) কালাই পৌরসভার মূলগ্রাম মহল্লার সেলিম হোসেনের স্ত্রী। কালাই থানার ওসি ওয়াসিম আল-বারী জানান, পাপিয়ার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামী, ছেলে ও ছেলের বউ তাকে মারধর করেছেন অভিযোগ রয়েছে। হত্যা মামলার আসামি পাপিয়ার স্বামী সেলিমকে মাদকসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পাপিয়ার স্বামী সেলিম ও ছেলে রকসি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করতেন। পাপিয়া স্বামী-ছেলেকে এ কাজে বাধা দিতেন। এর জেরে তাকে স্বামী ও ছেলে মিলে প্রায়ই নির্যাতন করতেন। গত ১৩ মে পাপিয়াকে বেধড়ক মারপিট করেন তারা। এতে গুরুত্বর আহত হন তিনি। ওই দিনই স্বজনরা তাকে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার রাতে পাপিয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সর্বশেষ খবর