সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

সড়কে চাঁদাবাজি আটক ৩৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পৃথক অভিযানে সড়কে চাঁদাবাজ চক্রের ৩৩ জনকে আটক করেছে র‌্যাব-৫। জেলার বিভিন্ন এলাকায় গত শনিবার র‌্যাবের বিশেষ দল যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করা হয় গতকাল র‌্যাব-৫, রাজশাহী কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। আটকদের কাছ থেকে জব্দ করা হয়েছে আটটি চাঁদা আদায়ের রসিদ বই, দুটি টালি খাতা ও চাঁদার নগদ ১৫ হাজার ৯২৫ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা রসিদ বইয়ের মাধ্যমে চাঁদা আদায় করে টালি খাতায় টাকার পরিমাণ ও চালকের নাম লিখে রাখে। তারা দীর্ঘদিন ধরে সিএনজি, অটোরিকশা, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। কোনো চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। বিভিন্ন সময় চালকদের মারধর ও গাড়ি ভাঙচুরও করে থাকে তারা। আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় তিনটি চাঁদাবাজি মামলা করা হয়েছে। সদর থানার ওসি জাহিদুল হক জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর