শিরোনাম
সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ইমদাদুল হক (৪৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের পাঁচজন। উপজেলার গঙ্গানারায়ণ গ্রামে শনিবার রাতে ঘটনাটি ঘটে। জড়িত সন্দেহে পুলিশ লিপি নামে এক নারীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গানারায়ণ গ্রামের নজ্জম  আশরাফুজ্জামান ও তার পরিবারের সঙ্গে পাশের হাসনা গ্রামের বাবু কাশেমের ছেলে জাহেদুল ইসলাম ও রফিজুল ইসলাম বুদারের ছেলেদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে শনিবার রাত ৯টার দিকে জাহেদুল ও বুদার লোকজন আশরাফুজ্জামানের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষের বাধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর