মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

চালক ঘুমে সহকারীর হাতে বাস প্রাণ গেল দুজনের

বিভিন্ন স্থানে আরও চারজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

চালক ঘুমে সহকারীর হাতে বাস প্রাণ গেল দুজনের

নারায়ণগঞ্জে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে বিধ্বস্ত অ্যাম্বুলেন্স

যশোরে যাত্রীবাহী রিজার্ভ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় যশোরে এক পথচারী, বগুড়ায় রিকশাচালক, নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগী এবং কুমিল্লায় পিকআপ চালক নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

যশোর : যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জে সাতক্ষীরাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি রিজার্ভ বাস উল্টে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। আহত হন ৫ জন। যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতরা জানান, বৃষ্টির মধ্যে বাসের চালক হেলপারকে ড্রাইভিং সিটে বসিয়ে ঘুমাতে যান। এরপর হেলপার বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। এদিকে যশোর শহরের ঝুমঝুমপুর বিজিবি হেডকোয়ার্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যান।

বগুড়া : আদমদীঘি উপজেলার সান্তাহারে রবিবার বিকালে মোটরসাইকেলের ধাক্কায় বাচ্চু ম ল (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকালে নিহতের ছেলে জনি মন্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেন। নিহত বাচ্চু নওগাঁ সদর উপজেলার খাট্টা সাহাপুর গ্রামের বাসিন্দা।

নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে থাকা গোলাম মোস্তফা (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক। সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। নিহত মোস্তফা সাতক্ষীরা সদরের লক্ষীদাড়ি এলাকার বাসিন্দা।

কুমিল্লা : চৌদ্দগ্রামে গাড়িতে ধাক্কা দিয়ে ফল বোঝাই পিকআপ ভ্যানের চালক মিলন (৪০) নিহত হয়েছেন। নিহত মিলনের বাড়ি সাতক্ষীরার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামে। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর