শিরোনাম
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে মৃত্যু চার শিশুর

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে মৃত্যু চার শিশুর

পানিতে ডুবে দিনাজপুরের বীরগঞ্জে দুই ভাই এবং ময়মনসিংহের ভালুকায় ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বোয়ালখালীতে খালে ডুবে মারা গেছেন এক বৃদ্ধ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দিনাজপুর : বীরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে লিমন ও তাহেরুল ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাই। বীরগঞ্জ উপজেলার মীরাটঙ্গী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত লিমন (৩) মীরাটঙ্গী গ্রামের শাহিনুর ইসলামের এবং তাহেরুল (৩) দুলাল ইসলামের ছেলে। প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, বিকালে বাড়ির পাশে পুকুরের পাশে খেলছিল শিশু লিমন ও তাহেরুল। এক পর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে নামলে পানিতে তলিয়ে যায়। প্রতিবেশীরা পুকুরে তাদের ভাসতে দেখে স্বজনদের জানায়। তারা মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে। স্থানীয় মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম জানান, দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে জুনায়েদ সরকার (১২) ও তাহমিনা আক্তার (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তরপাড়া গ্রামে গতকাল সকালে ঘটনা ঘটে। মৃতরা সম্পর্কে চাচাতো ভাইবোন। স্থানীয়রা জানান, সোয়াইল উত্তরপাড়ার বিল্লাল হোসেনের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনায়েদ সরকার ও প্রবাসী রূপচাঁন সরকারের মেয়ে চতুর্থ শ্রেণির তাহমিনা আক্তার এবং তাহমিনার ছোট বোন তামান্না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যায়। আম কুড়ানোর পর তারা পাশের পুকুরে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে জুনায়েদ ও তাহমিনা মিলে তামান্নাকে পানি থেকে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। তারা আর পুকুর থেকে উঠতে পারেনি। চট্টগ্রাম : বোয়ালখালীতে খালের পানিতে ডুবে মনসুর আলম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলার ছন্দারিয়ার খালে গতকাল স্থানীয়রা মনসুরকে ভাসতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনসুর পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি খালে জাল দিয়ে মাছ ধরতেন। খাল থেকে জাল টেনে তোলার সময় পানিতে পড়ে তলিয়ে যান।

সর্বশেষ খবর