মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

ব্যস্ততা বাঁশের টুকরি তৈরিতে

দিনাজপুর প্রতিনিধি

ব্যস্ততা বাঁশের টুকরি তৈরিতে

মৌসুমি ফল আম ও লিচু পরিবহনের জন্য প্রতি বছর এই সময়ে দিনাজপুরে কদর বাড়ে বাঁশের ঝুড়ি বা টুকরির। এ পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাঁওতাল সম্প্রদায়ের মাহালী জনগোষ্ঠীর নারী-পুরুষ। মাহালীপাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে টুকরি তৈরির কাজ। বিকল্প হিসেবে প্লাস্টিকের ঝুড়ি বা ক্যারেট বাজারে থাকলেও সহজে ব্যবহারযোগ্য এবং দাম কম হওয়ায় বাঁশের টুকরিতে আস্থা অনেকের। দিনাজপুর পৌর এলাকার কসবা ও গোপালগঞ্জ আদিবাসীপাড়া, বিরামপুরের চাঁদপুর মাহালীপাড়াসহ কয়েক গ্রাম এবং ফুলবাড়ীর জয়নগর গ্রামের মাহালী সম্প্রদায়ের নারী-পুরুষের কর্মব্যস্ত দিন কাটছে। তাদের এখন চলছে মৌসুম। মাহালী সম্প্রদায়ের প্রায় সবাই বাপদাদার এ পেশা ধরে রেখেছেন। বাঁশ দিয়ে চাটাই, কুলাসহ নানা জিনিস তৈরি করেন তারা।

সর্বশেষ খবর