মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে মৃত্যু কিশোর ও নারীর

নোয়াখালী ও কুষ্টিয়া প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু কিশোর ও নারীর

নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের টক্কার পুলের দক্ষিণে খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌমুহনী রেলস্টেশনের মাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার লাকসামের উদ্দেশে সোনাপুর থেকে ছেড়ে যায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি। সোনাইমুড়ীর রশিদপুর গ্রামের টক্কার পুলের দক্ষিণে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে কুষ্টিয়া কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম রানা শেখ (১৭)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা গ্রামের আবদুল মজিদের ছেলে। কুষ্টিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাছির উদ্দিন বলেন, গতকাল সকালে কুমারখালী উপজেলার বাটিকামারা জিজাবাগান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর