মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

আগুনে পুড়ল দোকান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। রবিবার রাতে কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এ ঘটনা ঘটে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. শাব্বির জানান, বাজারের একটি দর্জির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা হলেন- রতন নাথ, উজ্জ্বল কান্তি নাথ ও মহিউদ্দিন। 

 

সর্বশেষ খবর