মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

শ্যালিকা হত্যায় মৃত্যুদন্ড

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শ্যালিকা মর্জিনা আক্তার খুনে দুলাভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা গতকাল এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আবদুল্লাহ শুভ (২৬) কুমিল্লা সদর উপজেলার আবুল বাসারের ছেলে। শুভর সঙ্গে পার্বতীপুরের ফাতেমা সানিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে বিচ্ছেদ হয় তাদের। ২০১৮ সালের ২৯ জানুয়ারি কথা কাটাকাটির এক পর্যায়ে মর্জিনাকে হত্যা করেন শুভ।

 

সর্বশেষ খবর