বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

ব্রিজের ওপর বাঁশের চাটাই

♦ ঘটছে দুর্ঘটনা ♦ ঝুঁকি নিয়ে চলাচল ৪০ গ্রামের মানুষের

সিরাজগঞ্জ প্রতিনিধি

ব্রিজের ওপর বাঁশের চাটাই

দীর্ঘদিন সংস্কারের অভাবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের নওদাশালুয়া খালের ওপর নির্মাণ করা ব্রিজটি। এখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবে এ এলাকার মানুষের চলাচালের একমাত্র রাস্তা হওয়ায় গ্রামবাসী ব্রিজটির ওপর বাঁশের চাটাই বিছিয়ে দিয়েছে। এ চাটাইয়ের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ৪০ গ্রামের হাজার হাজার মানুষ। গ্রামাবাসী বারবার ব্রিজটি সংস্কারের দাবি জানালেও কর্তৃপক্ষ টনক নড়ছে না। স্থানীয় গ্রামবাসী আবদুর রহমান ও আজিজুর রহমান জানান, ব্রিজটি একেবারে জরাজীর্ণ ও ব্রিজের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। রিকশা-ভ্যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ জন্য গ্রামবাসী ব্রিজটির ওপর বাঁশের চাটাই বিছিয়ে দিয়েছে। এ চাটাইয়ের ওপর দিয়ে রিকশা ভ্যান নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজের ওপর কোনো ভারী ভ্যান উঠলেও ব্রিজটি হেলেদুলে ওঠে। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এরান্দহ বোয়ালিয়ারচর, ভদ্রঘাট, বামনবাড়ীয়া ও শিয়ালকোলসহ প্রায় ৪০টি গ্রামের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে। কৃষক আফাজ উদ্দিন জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উৎপাদিত ফসল বাজারে নেওয়া সমস্যা হচ্ছে। কোনো রোগী নিয়ে পারাপার হওয়া কষ্টকর হয়ে পড়েছে। ব্রিজের কাছে আসার পর যাত্রীদের নামিয়ে দিয়ে ব্রিজ পারাপার হতে হচ্ছে। দুর্ভোগে থাকলেও কেউ নিরসনে এগিয়ে আসছে না।

স্কুলছাত্র আল-আমিন, নাফিসা খাতুন জানান, আমাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর বিছানো বাঁশের চাটাই দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে আমাদের খুব ভয় হয়। পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্ন জানান, ব্রিজটি নতুন করে তৈরি করার জন্য উপজেলায় নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তারা নতুনভাবে নির্মাণের আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান জানান, উপজেলা প্রকৌশল ইতোমধ্যে ব্রিজটি নির্মাণের জন্য এস্টিমেট করা হয়েছে। আশা করছি- দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণ করা হলে জনদুর্ভোগ কমে যাবে।

 

সর্বশেষ খবর