বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

বেতন দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বেতন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল টঙ্গীর খাঁপাড়া এলাকায় মিফকিফ অ্যাপারেলসে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ এপ্রিল মাসের বেতন দেয়নি। তারা সকালে কাজে যোগ দিয়ে কয়েক ঘণ্টা পর বেতন পরিশোধের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো সিদ্ধান্ত না জানানোয় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কাজ বন্ধ রেখে তারা কারখানার ভিতরে আন্দোলন শুরু করেন। দুপুর ১২টার দিকে কারখানার ৫ শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁপাড়ায় অবরোধ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তারা গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের বাস ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুত বেতন দেওয়ার ব্যবস্থা করবেন।

সর্বশেষ খবর