বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা
পানিবন্দি অনেক পরিবার

পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

আখাউড়ায় আকস্মিক বন্যা -বাংলাদেশ প্রতিদিন

ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। আখাউড়া স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া কালন্দি, জাজি গাং ও হাওড়া নদী দিয়ে ভারত থেকে পাহাড়ি ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করছে।

গতকাল উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই মেলার মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, অনেক পরিবার পানিবন্দি রয়েছে। এসব এলাকার লোকজন জানায়, মঙ্গলবার সকালে ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও এর আগের রাতের ভারী বর্ষণে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ বন্যায় তলিয়ে গেছে কৃষকের সবজি খেত, আউশ ধানের জমি, বীজতলা। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, মেম্বারের মাধ্যমে পানিবন্দি পরিবারগুলোর তালিকা তৈরি করেছি। আখাউড়া ইউএনও রাবেয়া আক্তার বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ নেব। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর