শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির আমন্ত্রণে গতকাল ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত শিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশের পক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ বৈঠক জানিয়েছে বিজিবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর